সোমবার ১৫ আগস্ট ২০২২ - ১৫:২২
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমীন মুহাম্মাদ রেজা শহীদপুর

হাওজা / মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমীন মুহাম্মাদ রেজা শহীদপুরের জানাজা ও দাফনের সময় ও স্থান ঘোষণা করা হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, খাদিমুল-কোরআন, তেলাওয়াতকারী, গবেষক, লেখক এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার রেফারি, হাজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ রেজা শাহিদিপুরের জানাজা আজ ১৫ আগস্ট কুমে অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, কুম শহরের ইমাম হাসান আসকারী (আ.) মসজিদ থেকে বিকাল ৫টায় মরহুমের জানাজা শুরু হবে।

আর জানাজা নিয়ে যাওয়া হবে হজরত মাসুমা (আ.)-এর পবিত্র মাজারের দিকে।

এছাড়াও আজ ১৫ আগস্ট ফালাকে জিহাদে অবস্থিত ইমাম খোমেনীর মাদ্রাসায় মাগরিব ও এশার নামাজের পর ইসালে সাওয়াবের সভা অনুষ্ঠিত হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha